Skip to content

২৪শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আনা কিকিনা রাশিয়ার প্রথম নারী নভোচারী

একটা সময় ছিলো যখন নারী মানেই সে ঘরে বন্দি থাকবে, কিন্তু বর্তমানে নারীরা ঘরের পাশাপাশি বাইরের কাজও সমান তালে করে। নারীরাও এখন এগিয়ে যাচ্ছে। রাশিয়া পূর্বে অনেক পুরুষকে মহাকাশে পাঠালেও কখনও কোনো নারীকে মহাকাশে পাঠায় নি। তবে এই প্রথম কোনও মহিলাকে মহাকাশে পাঠাচ্ছে রাশিয়া। 

আমেরিকার ধনকুবের ইলন মাস্কের সংস্থা ‘স্পেস এক্স’-এর বানানো শক্তিশালী রকেটে চেপে মহাকাশে যাবেন প্রথম রুশ নারী নভোচারী। স্পেস এক্সের পক্ষে মঙ্গলবার জানানো হয়েছে, আগামী বছরের মাঝামাঝি প্রথম রুশ নারী নভোচারী আনা কিকিনা যাবেন মহাকাশে। তার জন্য রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’-এর সঙ্গে চুক্তি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। 

 

রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের একটি অকেজো উপগ্রহকে ধ্বংস করতে গিয়ে দিন কয়েক আগে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিপদ ডেকে এনেছিল। ওই ঘটনার ‘মহাকাশ আবর্জনা’ (স্পেস ডেব্রি বা স্পেস জাঙ্ক)-র বিশাল জমেছে পৃথিবীর কক্ষপথে। মমেঘ হাকাশ স্টেশন, অন্যান্য উপগ্রহ ও মহাকাশযানের বিপদ বাড়িয়ে তোলার জন্য ইতিমধ্যেই রাশিয়ার কড়া সমালোচনা করেছে আমেরিকা। কাউকে আগেভাগে না জানিয়ে রাশিয়ার ওই পরীক্ষা নিরীক্ষা চালানোর বিষয়ে বিবৃতি দিয়ে প্রকাশ্যে নিন্দা করেছে আমেরিকার প্রতিরক্ষা ও পররাষ্ট্র দফতর। নাসার প্রধান বিল নেলসনও নিন্দা করেছেন।

কূটনীতিকরা মনে করছেন এই পরিস্থিতিতে এলন মাস্কের সংস্থার বানানো রকেটে চেপে রাশিয়ার প্রথম নারী নভোচারীর মহাকাশে যাওয়ার ঘটনা দু’দেশের সম্পর্কের বরফ গলাতে কিছুটা হলেও সাহায্য করবে।

রুশ মহাকাশ গবেষণা সংস্থার পক্ষে জানানো হয়েছে, স্পেস এক্স-এর রকেটে চেপে মহাকাশে যাওয়ার জন্য তাদের প্রথম নারী মহাকাশচারী আনা কিকিনা ইতিমধ্যেই আমেরিকায় প্রশিক্ষণ নিতে শুরু করেছেন।
 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ