চুলের যত্নে আদা
রান্নার স্বাদ বাড়াতে পর্যাপ্ত কিছু উপাদান প্রয়োজন। এসব উপাদানের অন্যতম একটি উপাদান হলো আদা৷ তবে এটি রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি চুলের যত্নেও অনন্য।
বিশেষজ্ঞদের মতে, আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট জিঞ্জারল স্ক্যাল্পকে উদ্দীপ্ত করে এবং ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে চুলের কোষ ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে।
চুল পাতলা হয়ে যাওয়া বা চুল পড়া সমস্যায়ও আদা বেশ কার্যকরী। আদা মাথার ত্বকের রক্ত সঞ্চালনের উন্নতি ঘটিয়ে চুলের বৃদ্ধি ঘটায়।
অনেকের চুলে খুশকি সমস্যা দেখা দেয়। এই খুশকি সমস্যা রোধে আদা দারুণ ভূমিকা রাখে। কারণ এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিসেপটিক উপাদান মাথার ত্বক পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। ফলে মাথার ত্বকে খুশকি সমস্যা দূর হয়।
নানা কারণে চুলের স্বাস্থ্যহানি ঘটে বা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এমতাবস্থায় আদা হতে পারে উপকারী উপাদান। এছাড়াও মিনারেলস, নিউট্রিয়েন্টস ও এসেনসিয়াল অয়েল সমৃদ্ধ আদা চুলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। মাথার ত্বককে স্ক্যাল্প সেনসিভিটি ও ইনফ্ল্যামেশন থেকে সুরক্ষা দেয়।