করোনামুক্ত পাঁচ নারী ফুটবলার
করোনা আক্রান্তের প্রায় ১০ দিন পর করোনাভাইরাস থেকে মুক্তি পেলেন পাঁচ নারী ফুটবলার। আজ দুপুরের তাদের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। করোনায় আক্রান্ত হয়েছিলেন কৃষ্ণা রাণী সরকার, মনিকা চাকমা, আনাই মগিনি, নিলুফা ইয়াসমীন নীলা ও ঋতুপর্ণা চাকমা।
এছাড়া তাদের সংস্পর্শে আসা আরও সাতজনেরও করানো হয় করোনা পরীক্ষা। তাদেরও নেগেটিভ ফল এসেছে। ফলে এখন পুরো দলকে অনুশীলনে পাবেন কোচ গোলাম রাব্বানী ছোটন।
এর আগে গত ৪ এপ্রিল বসুন্ধরা কিংসের হয়ে নারী লিগের শেষ ম্যাচ খেলার পর ফুটবলাররা ১১ এপ্রিল বাফুফে ক্যাম্পে আসেন। ১২ তারিখ কোভিড টেস্ট করানো হলে পাঁচজন করোনা পজিটিভ হয়।