হেমন্তের হাসি

হেমন্তে কৃষক হাসে
মাঠে হাসে ধান
কৃষাণীর ঠোঁটে হাসি
মনে বাজে গান।
শিশিরের কণা হাসে
হাসে মিঠে রোদ
সব হাসি বাড়িয়েছে
জীবনের বোধ।
ফুলেল কচুরিপানা
মাঠ জুড়ে হাসে
কাদা জলে হেসে হেসে
শাপলারা ভাসে।
খাল-বিলে মাছ হাতে
হাসে ছেলে বুড়ো
নবান্ন উৎসবে
হাসে দেশ পুরো।