পরাজয়

ওই নিদারুণ যন্ত্রণা নিয়ে
কেন তুমি রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে?
পরাজয় বার বার আঘাত করেছে
সফলতা গুলো আজও হাসছে!
লক্ষ স্থির করো
তোমার পরাজয় একদিন সফলতা আনবে!
পরাজয় তুমি কি আমায় বলবে?
কেন তোমার সাম্রাজ্যে দরিদ্রতা লেগে আছে?
সফলতা,ওরা রাজার মতো বাঁচছে!
তোমার পরাজয়ে কত শিক্ষা দিয়েছো
এক পা দু পা করে শতাব্দীর শ্লেট পেনসিলে।
সমাজ শুধু সফলতা চায়
ওরা ভুলে কি গেছে!
পরাজয় একদিন ধুঁকে ধুঁকে
তাদের লক্ষ স্থির করে দিয়েছে।
কত পরাজয় এসেছে
তুমি শিক্ষা দিয়েছো পরাজয়
অস্তিত্বের লড়াইয়ে শক্ত কারাগারে।
কাকে বড়ো বলবো আজ
দ্বন্দ্ব,যন্ত্রণা দিচ্ছে।
কত চিন্তার বেলাভূমিতে দাঁড়িয়ে
পরাজয় তোমায় নিয়েছি মেনে।
কত সমালোচনার ঝড় উঠেছে
পলাশীর মতো যুদ্ধ বাঁধার তালে।
আমি পরাজয় কে বড়ো বলে
স্বীকার করে নিয়েছি মনে।
এই পরাজয় হতে
একদিন লক্ষের চাবিকাঠি শক্ত করে।
পরাজয় সেদিন লক্ষের মিষ্টি ফল দিতে পারে হাতে,
সেদিন তোমার যন্ত্রণায়
একটা ক্ষতের প্রলেপ পড়বে!
পরাজয় সেদিন তুমি
হাজার হাজার পরিশ্রমের সফলতা আনবে।