Skip to content

৯ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভাদ্র শেষে

চলে এলাম একেবারেই
ভাদ্র মাসের শেষে,
মাথা তোলে সব দুর্বাদল
তাকিয়ে থাকে হেসে।

আশ্বিনকে বরণ করে
স্বাগত জানাই,
শীত শীত হাওয়া গায়ে
অনেক মজা পাই।

শরতের দ্বিতীয় মাস
শুভ্রতায় ভরপুর,
তারার দেশে পরীরা নাচে
পায়ে দিয়ে নূপুর।

তালপাকানো গরম শেষে
মনে আসে ফুর্তি,
দুয়ারে শারদ উৎসব
প্রাণেতে স্বস্তি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ