Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সবজি কাটার চপিং বোর্ডও হতে পারে বিপদের কারণ

আমাদের দৈনন্দিন রান্নার অপরিহার্য উপকরণগুলোর মধ্যে একটি হলো চপিং বোর্ড। এটি ব্যবহার করে সহজেই সবজি, ফল, মাছ ও মাংস কাটা যায়। কিন্তু আপনি কি জানেন, চপিং বোর্ডও হতে পারে স্বাস্থ্যঝুঁকির একটি উৎস?

প্লাস্টিক যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা কমবেশি আমরা সবাই জানি। তবে রান্নার সরঞ্জাম হিসেবেও প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে। এটি বিশেষজ্ঞদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। অনেক প্লাস্টিকের চপিং বোর্ড কাটাকাটির সময় ক্ষয়ে গিয়ে ক্ষুদ্র কণা খাবারের সঙ্গে মিশে যায়। বিশেষ করে অ্যাসিডিক খাবার (যেমন টমেটো বা লেবু) কাটার সময় প্লাস্টিক থেকে রাসায়নিক উপাদান খাবারে মিশে যেতে পারে যেটা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর।

প্লাস্টিকের তুলনায় কাঠের চপিং বোর্ড স্বাস্থ্যসম্মত, তবে এটিও ঝুঁকিমুক্ত নয়। কাঠের বোর্ডে ছোট ছোট ফাটল তৈরি হতে পারে, যেখানে জীবাণু ও ফাঙ্গাস জন্ম নিতে পারে। যদি এটি নিয়মিত ভালোভাবে পরিষ্কার না করা হয়, তাহলে খাবারের মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, স্টিলের চপিং বোর্ড সবচেয়ে নিরাপদ। এটি সহজে পরিষ্কার করা যায় এবং এতে জীবাণু সংক্রমণের আশঙ্কা কম থাকে। যারা স্বাস্থ্যঝুঁকি এড়াতে চান, তাদের জন্য স্টিলের চপিং বোর্ড একটি ভালো সমাধান হতে পারে।

আলাদা বোর্ড ব্যবহার করুন
মাছ-মাংস ও শাকসবজির জন্য আলাদা চপিং বোর্ড ব্যবহার করুন। এতে ক্রস-কন্টামিনেশন বা সংক্রমণের ঝুঁকি কমবে।
ভালোভাবে পরিষ্কার করুন
শুধু পানিতে ধুলে হবে না; পানির সঙ্গে লবণ ও ভিনেগার মিশিয়ে বোর্ড পরিষ্কার করুন, যাতে জীবাণু ধ্বংস হয়।
শুকনো রাখুন
ধোয়ার পর বোর্ড ভেজা অবস্থায় রাখবেন না। শুকনো কাপড়ে মুছে সংরক্ষণ করুন, যাতে ফাঙ্গাস জন্ম না নেয়।
প্লাস্টিকের বোর্ড এড়িয়ে চলুন
সম্ভব হলে প্লাস্টিকের চপিং বোর্ডের বদলে কাঠ বা স্টিলের বোর্ড ব্যবহার করুন।

সঠিকভাবে চপিং বোর্ডের ব্যবহার রান্নার কাজ সহজ করে। এটি স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাবধানতা অবলম্বন করুন এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ