Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আমি যদি কবি হতাম

আমি যদি কবি হতাম
পুব আকাশের রবি হতাম
কলম সৈনিক হয়ে;
ওই অরণ্যের সবুজ হতাম
নদীর মতো অবুঝ হতাম
যেতাম শুধু বয়ে।।

জ্যোৎস্না রাতের আলো হতাম
অমানিশার কালো হতাম
দিগন্তেরই পাশে;
রাখাল ছেলের বাঁশি হতাম
রূপসীর ওই হাসি হতাম
সকল দুঃখ নাশে!

শ্রাবণ দিনের বৃষ্টি হতাম
প্রিয়ার শুভদৃষ্টি হতাম
সুখ পরশে হেসে;
হাসনাহেনার গন্ধ হতাম
শিশিরভেজা ছন্দ হতাম
তাদের ভালোবেসে!

পাখির মতো মুক্ত হতাম
ন্যায়ের পথে যুক্ত হতাম
সত্য বাণী নিয়ে;
গণতন্ত্রের পথিক হতাম
দৃষ্টিকোণে সঠিক হতাম
অন্যায় মাটি দিয়ে।।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ