Skip to content

২০শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশান্তির বৃষ্টি

তপ্ত খরার মাঝে নামে
একটুখানি বৃষ্টি,
ধরার মাঝে শান্তি আসে
প্রশান্তির সৃষ্টি।

শীতলতায় প্রাণ জুড়ায়
নেইকো গরম ছোঁয়া,
মরুময় খরার এ মাঝে
এতো পরম পাওয়া।

রিমঝিম এ বর্ষাকালে
খাল বিল সব ভরে,
সাদা মেঘে বৃষ্টি নামায়
শান্তি মনের পরে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ