প্রশান্তির বৃষ্টি

ছবিঃ সংগৃহীত
তপ্ত খরার মাঝে নামে
একটুখানি বৃষ্টি,
ধরার মাঝে শান্তি আসে
প্রশান্তির সৃষ্টি।
শীতলতায় প্রাণ জুড়ায়
নেইকো গরম ছোঁয়া,
মরুময় খরার এ মাঝে
এতো পরম পাওয়া।
রিমঝিম এ বর্ষাকালে
খাল বিল সব ভরে,
সাদা মেঘে বৃষ্টি নামায়
শান্তি মনের পরে।