নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন কৃতি শ্যানন
কৃতি শ্যানন বলিউডে খুব আলোচিত না হলেও বেশ পরিচিত মুখ। অভিনয়ের দিক থেকে ভালো অবস্থানেও আছেন। বেশ সংখ্যক সিনেমাতে অভিনয় করে ধারাবাহিকতা বজার রেখেছেন তিনি। তবে এবারে নিতে যাচ্ছেন নিজের জোনের বাইরে গিয়ে অন্য ধারার চরিত্র। যা কৃতির জন্য একটু চ্যালেঞ্জিং বলে জানান তিনি।
ওম রাউত পরিচালিত থ্রিডি অ্যাকশন ড্রামায় 'আদিপুরুষ' সিনেমাতে কৃতি শ্যাননকে দেখা যাবে সীতার চরিত্রে। তার বিপরীতে রামের ভূমিকায় থাকছেন প্রভাস। সিনেমাটিতে লঙ্কেশ রাবনের চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে।
ভূষণ কুমারের এই প্রজেক্টটি ঘিরে এখন থেকেই বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কৃতি বলেন এতবড় চ্যালেঞ্জ এই প্রথম বার নিলাম। অপেক্ষা করছেন শুটিংয়ের কাজ শুরু করার।
ছবিটিতে সীতা চরিত্রের জন্য বেশ খ্যাতনামা অভিনেত্রীদের নাম তালিকাভুক্ত থাকলেও শেষ পর্যন্ত কৃতিকেই বেছে নেন পরিচালক।
আশা করা যাচ্ছে পরের বছর জানুয়ারিতে ছবির কাজ শুরু হবে। বর্তমানে কৃতি তার 'হাম দো হামারে দো' সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত। এই সিনেমার শুটিং শেষ হলেই 'আদিপুরুষ' এর কাজ শুরু হবে বলে জানা যায়। এছাড়াও আগামী বছর কৃতির আরো দুটো সিনেমার শুটিং শুরু হবে বলেও জানা যায়। একটি অক্ষয় কুমারের বিপরীতে 'বচ্চন পাণ্ডে' আরেকটি বরুণ ধাওয়ানের সাথে 'ভেড়িয়া' নামে হরর কমেডি সিনেমা।