Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অসমাপ্ত কবিতা

আমার বড্ড ইচ্ছে ছিল
লিখবো সখের বই,
কে দাঁড়াবে পাশে আমার
পাবো কোথায় সই ?

 

অক্ষরে অক্ষরে ছন্দ মিলাই
সাত-এগারো মাত্রায়,
মনে হল বেঁচে গেলাম
এইবারের যাত্রায়।

হঠাৎ যদি যাই হারিয়ে
সবই যাবে বৃথা,
কে করিবে প্রকাশ আমার
অসমাপ্ত কবিতা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ