অসমাপ্ত কবিতা

আমার বড্ড ইচ্ছে ছিল
লিখবো সখের বই,
কে দাঁড়াবে পাশে আমার
পাবো কোথায় সই ?
অক্ষরে অক্ষরে ছন্দ মিলাই
সাত-এগারো মাত্রায়,
মনে হল বেঁচে গেলাম
এইবারের যাত্রায়।
হঠাৎ যদি যাই হারিয়ে
সবই যাবে বৃথা,
কে করিবে প্রকাশ আমার
অসমাপ্ত কবিতা।
শাহাদাত হোসেন তালুকদার প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৪:৩৭ পিএম
আমার বড্ড ইচ্ছে ছিল
লিখবো সখের বই,
কে দাঁড়াবে পাশে আমার
পাবো কোথায় সই ?
অক্ষরে অক্ষরে ছন্দ মিলাই
সাত-এগারো মাত্রায়,
মনে হল বেঁচে গেলাম
এইবারের যাত্রায়।
হঠাৎ যদি যাই হারিয়ে
সবই যাবে বৃথা,
কে করিবে প্রকাশ আমার
অসমাপ্ত কবিতা।