Skip to content

৫ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

 পুতুল তৈরি করে স্বাবলম্বী হলেন ৫০০ নারী

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রাম। যে গ্রামে পুতুল তৈরি করে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। বর্তমানে এটি পুতুল গ্রাম নামে বেশ পরিচিত।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, প্রায় চার বছর আগে এবি ক্রুসেড নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে মনিকা রানী দাস নামের এক মহিলা পুতুল তৈরির ধারণা নেন। তারপর তিনি এটি নিয়ে কাজ শুরু করেন। বাড়ির সকল কাজ সেরে পুতুল তৈরি করে ওই প্রতিষ্ঠানে সরবরাহ করতেন। এর বিনিময়ে পুতুল প্রতি পারিশ্রমিকও পেতেন।

এভাবে ধীরে ধীরে মনিকার সংসারের আয়-উন্নতি বৃদ্ধি পেতে থাকে। এতে করে এলাকার অন্যান্য নারীরাও এতে আগ্রহী হয়। তারাও শুরু করেন পুতুল তৈরি। ফলে সহজেই ওই গ্রামের নারীরা স্বাবলম্বী হয়ে উঠেন। তাদের তৈরি সুতার পুতুল এখন দেশ-বিদেশে বেশ সমাদৃত হচ্ছে। বর্তমানে প্রায় ৫০০ নারী পুতুল তৈরি করে স্বাবলম্বী হয়েছেন।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ