Skip to content

৪ঠা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শহরের ল্যাম্পপোস্ট

শহরের ল্যাম্পপোস্টে নিভু নিভু আলো জ্বলছে 
শহরটা বোধ হয় ঘুমিয়ে গেছে 
জানালার পাশে বসে ভাবছে মন 
রাতের আধার কাটিয়ে ভোর হবে কখন। 

 

সবখানে নীরবতা নেমে গেছে
শহরটাও খুব একা ও শান্ত হয়ে গেছে 
শান্ত শহরে কেউ কখনো একা হয়না 
ঘুমন্ত শহরের সৌন্দর্যতা কেউ দেখে না 
হঠাৎ মনে হলো আলো গুলো জ্বলে উঠেছে 
জনশূন্য রাস্তায় একটা কুকুর হঠাৎ ডেকে উঠে
সমুদ্রের ঢেউ একলা একাই তীর স্পর্শ করে
ঘুমন্ত এক নীরবতা সাথে করে।

 

অচেনা পথিক হেটে চলে নিরুদ্দেশের খোঁজে
ধীরে এবং শান্ত ভাবে।
তারা জানে কোথায়  তাদের আপন ঠিকানা 
হারিয়ে যাবে কোথায় এটাই তাদের কল্পনা 
তাই তো বের হয়েছে রাতের আধারে।
 
কিছুটা অভ্যাস থাকে যেন স্বভাবে 
ক্লান্ত শহর যখন ঘুমাতে যায়
ঠিক তখনি আমার চোখের ঘুম উড়ে যায় 
চারদিক এখন শান্ত আলোতে ঢাকা 
কারো যেন আজ আমার সঙ্গে থাকা মানা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ