Skip to content

১১ই মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দূর পাহাড়ের মেয়ে

সবুজ ঘেরা পাহাড় তলে
আমার দেখা মেয়ে
পীঠের উপর ঝুড়ি তাঁর
যাচ্ছে কোথাও ধেয়ে
ডাউকি নদীর স্বচ্ছ জল
চলছে বয়ে ধীরে
আমার তখন ফেরার পালা
শহর তলির নীড়ে।

দু’জনারই মাঝে হয় যখন
চোখ বিনিময় পালা
কোথা থেকে ছুটে আসে
ইয়া কালা পোলা
হয়না কথা কারোর সাথে
থাকে শুধু রেশ
পীঠের উপর দুলছে তাঁর
সোনালী রঙের কেশ।

মন ছুটে যায় আজও সেথায়
ডাউকি নদীর পাড়ে
ভাবতে আমার ভালো লাগে
মনটা ভীষণ পুড়ে
ডাউকি নদীর পাড়ের মেয়ে
উড়ায় আমার মন
হয়তো আবার হবে দেখা
কোন শুভক্ষণ।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ