শরতের নীল আকাশ
তোমার ঐ মায়াবী চোখ দুটো
শরতের শুভ্র নীল আকাশ,
শুভ্র কাশফুলের প্রতিচ্ছবি হয়ে ভেসে
বেড়াই তোমার চোখের রেটিনায়।
এত নীল কোথায় পাও তুমি?
স্বচ্ছ নীল আকাশের মতো দুটি চোখে
এত গভীর মায়া কেন?
সেই মায়ার সমীরণে দুলতে মন চায়
শুভ্র সাদা সাদা কাশফুল হয়ে,
অনন্ত বাঁধনে এভাবেই রেখ জড়িয়ে।