লতা মঙ্গেশকর
লতায় জড়িয়ে বহুজন গানের শিকড়ে বাঁচি
এক বিশ্ব, এক মন
আকাশ প্রদীপ জ্বেলে, তুমি ছিলে
বাতাসে জীবনের সুর নিয়ে তাই
কেউ দালান,কেউ কুঁড়ে ঘরে আছি।
আষাঢ় শ্রাবণ মন কেমন কেমন
নিঝুম সন্ধ্যায় শ্রান্ত পাখিরা
ছিলে তুমি গহন, ভালবাসার ধন
দহনে দীপ্ত প্রদীপ,সাত ভাই
পারুল বোন সখা ও সখীরা।
বাঁশি কেন গায়, আমারে কাঁদায়
হায় ! কেন কিছু কথা বলো না
প্রেম একবার এসেছিলো নীরবে
বুঝতে পারিনি কবে,কীভাবে
কি লিখি তোমায়।
চন্দন খাট পালঙ্কে শুয়ে একা একা কি হবে
জীবনে তোমার দেখা যদি পেলাম না
এত গান এত গান এতো সুর
ভরিয়ে রাখা,আমাদের সকাল-সন্ধ্যা-দুপুর
বসন্তে কোকিল ছিলে, সুখে আর দুখে।
বারোমাস্যায় আজ লিখে রাখলাম কান্না
তুমি সুরসুধা, তুমি অমৃত স্বর
এপারের যতি, ওপারের চ্ছেদ,তুমি সাক্ষাৎ সরস্বতী
তেঁতুল পাতায় সুজন, লতায় জড়িয়ে বহুজন গানের শিকড়ে বাঁচি
জীবন মরণের সীমানা ছাড়িয়ে লতা মঙ্গেশকর।