Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কিউইর জুস

কিউইর জুস

 

উপকরণ

কিইউই কুচি ২টা, চিনি ৪ চা চামচ, পুদিনার রস আধা চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, বরফকুচি আধা কাপ,
সেভেন আপ বা সোডা ওয়াটার আধা কাপ, পানি ২ গ্লাস, গ্রিন কালার ১ ফোটা (ইচ্ছা)।

 

প্রণালি

১. প্রথমে কিইউইকুচি, চিনি, লেবুর রস, বরফ কুচি ও পানি দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন।
২. এরপর ছেঁকে নিয়ে পুদিনার রস, সেভেন আপ বা সোডা ওয়াটার ও বরফ মিশিয়ে পরিবেশন করুন।

কিউইর জুস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ