বুঝেনি লাবন্যপ্রভা এস ডি সুব্রত প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ০৪:১৩ পিএম মাঠে ঘাটে ভাটফুলে আর ধানসিঁড়ি জলে রোদের সোনালী আভা তবু শুধু পাতাঝড়া বিষণ্ণ গোধূলি সন্ধ্যা বুকে নৈঃশব্দ্যের প্রতিভা বুঝেনি তো তখন কেউ জীবনের নিঃসীম গভীরতা বুঝেনি প্রিয়তমা লাবন্যপ্রভা। Share