পঞ্চাশ বছর বয়সে কন্যা শিশুর জন্ম দিলেন নাওমি
ব্রিটিশ সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। পঞ্চাশ বছর বয়সে প্রথমবারের মত মা হয়েছেন তিনি। নাওমি তার ইনস্ট্রাগ্রাম আইডিতে একটি ছবি শেয়ারের মাধ্যমে এই সুখবরটি জানিয়েছেন।
ইন্সট্রাগ্রামে তার শেয়ার করা ছবিটাতে দেখা যাচ্ছে, নরম তুলতুলে দুটি পা তার এক হাতের ওপরে। আর ছবির ক্যাপশনে লেখা ছিল, ফুটফুটে সুন্দর একটি আশীর্বাদ আমাকে মা হিসেবে বেছে নিয়েছে। জীবনে এই কোমল প্রাণকে পেয়ে আমি সম্মানিত। এটা ভাষার প্রকাশ করা যাবে না। আমার পরীটার সঙ্গে চিরকালের বাঁধন ভাগাভাগি করবো। এর চেয়ে ভালো লাগা আর হয় না।
একই ছবি ইন্সট্রাগ্রামে শেয়ার করে নাওমির মা লিখেছেন, আমি দারুণ উচ্ছ্বসিত। নানি হওয়ার জন্য মুখিয়ে ছিলাম।
তবে ২০১৭ সালে লন্ডনের বিনামূল্যের পত্রিকা ইভেনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে নাওমি মা হওয়ার ইচ্ছের নানা কথা জানিয়েছিলেন। তিনি সেসময় বলেন, সবসময় মা হওয়ার কথা ভাবি। এখন বিজ্ঞান এগিয়ে যাওয়ায় মন চাইলেই তা হতে পারবো বলে মনে হয়।’
ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল ফরাসি ভোগ এবং টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আসা প্রথম কৃষ্ণাঙ্গ মডেল। তিনিই আবার আমেরিকান ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা প্রথম কৃষ্ণাঙ্গ মডেল।