Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এবার বিপ্লবী চরিত্রে জয়া আহসান!

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার বাংলা, ওপার বাংলায় সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। এবার কলকাতার নতুন একটি সিনেমায় বিপ্লবী চরিত্রে দেখা যাবে তাকে।  সিনেমার নাম ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। 

সিনেমার গল্পকার ও পরিচালক কলকাতার পেন্ডুলাম, রক্তরহস্য খ্যাত সৌকর্য ঘোষাল। আগামী শনিবার থেকে নতুন একটি ভারতীয় ছবির কাজ শুরু করতে চলেছেন জয়া আহসান। ছবিটিতে তাকে একজন বিল্পবীর চরিত্রে দেখা যাবে। এর আগেও সৌকর্য জয়াকে নিয়ে বানিয়েছেন ‘ভূতপরী’ ও ‘ওসিডি’। 

কালান্তর’-এর শুটিংয়ের জন্য জয়া বর্তমানে রয়েছেন কলকাতায়। সিনেমাটিতে জয়ার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেনকে। এতে জয়া- কৌশিক ছাড়াও অভিনয় করছেন চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌকর্য ঘোষালের স্ত্রী পূজা চট্টোপাধ্যায় ও প্রিয়ক মিত্র। সিনেমাটির শুটিং হবে মূলত কলকাতা ও ঝাড়খন্ডে। বঙ্গভঙ্গের বিপ্লবী সময়কে তুলে ধরা হবে এ ছবির কাহিনীতে। আর এ ছবিতে ভিন্নধর্মী চরিত্রে জয়াকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন দর্শকরা।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ