Skip to content

১০ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রঙিন টিপ

একটা সময় কপালে ছোট্ট একরঙা টিপে অসম্ভব মায়াবতী হয়ে যেতেন যে-কেউ। দিন বদলেছে। টিপের নকশায় এসেছে বৈচিত্র্য। একরঙা টিপগুলোর পাশাপাশি এখন সকলের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে নকশা টিপ। কখনো একরঙা টিপে তুলির আঁচড়ে উঠে আসছে দারুণ কোনো নকশা আবার কখনওবা কপাল দখল করে নিচ্ছে প্রজাপতি, পাখি, পাতার ছোট্ট চার্ম। টিপে মেটাল, কড়ি, পুতি এবং ঝুমকার নকশার প্রচলনও নজর কেড়েছে। 
কোথায় পাবেন, দাম পড়বে কত?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ