Skip to content

১০ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

‘নারীকে কষ্ট দেওয়া সৃষ্টিকর্তাকেই অপমান করা’

শনিবার নতুন বছর উপলক্ষে বার্তা দিয়েছেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মাতৃত্ব এবং নারীদের ওপর সম্মান জানিয়ে নতুন বছরের সূচনা বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস।  তার ভাষায়, "কোনো নারীকে কষ্ট দেওয়া সৃষ্টিকর্তাকেই অপমান করা।"

তিনি বলেন, নারীরাই জীবনকে এক সুতায় বেঁধে রাখেন। মায়েরা সবার জন্য জীবন উৎসর্গ করেন এবং নারীরা বিশ্বকে একত্রিত করেন। মায়েদের এবং নারীদের সুরক্ষার জন্য চলুন আমরা সবাই একত্রে প্রচেষ্টা চালিয়ে যাই। 

এইদিন তার বক্তব্যে নারীর প্রতি সহিংসতার দিকটি তুলে ধরে  তিনি আরো  বলেন, নারীদের ওপর প্রত্যক্ষ সহিংসতার ঘটনা প্রচুর ঘটছে, অনেক হয়েছে। নারীদের কষ্ট দেওয়া মানে সৃষ্টিকর্তাকেই অপমান করা। কারণ তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন।

পিটার্স বেসিলিকায় একটি বড় অনুষ্ঠানে অংশ নেন ৮৫ বছর বয়সী পোপ ফ্রান্সিস। এদিন রোমান ক্যাথলিক চার্চে একই সঙ্গে দুটি বিশেষ উৎসব সামনে রেখে বিশাল আয়োজন করা হয়। সেখানেই মাতৃত্ব এবং নারীদের ওপর সম্মান জানিয়ে নতুন বছরের এই সূচনা বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস।
 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ