বিজয় পেয়েছি
বিজয় পেয়েছি বাবার রক্তে
মা-বোনের সম্ভ্রমে,
বিজয় পেয়েছি দাদা-ভাইদের
রাতদিন পরিশ্রমে।
বিজয় পেয়েছি নয় মাসে ধরে
রক্তের খেলা খেলে,
বিজয় পেয়েছি লাল-সবুজের
পতাকার পাখা মেলে।
বিজয় পেয়েছি মুক্তিপাগল
আমজনতার গুণে,
বিজয় পেয়েছি তিরিশ লক্ষ
শহিদের তাজা খুনে।
বিজয় পেয়েছি জয় বাংলার
শ্লোগানে উচ্চস্বরে,
বিজয় পেয়েছি একাত্তরের
ষোলোই ডিসেম্বরে।
বিজয় পেয়েছি গেরিলাযুদ্ধে
জীবন হয়েছে ধন্য,
বিজয় পেয়েছি বঙ্গবন্ধু
শেখ মুজিবের জন্য।