ঘড়ি শামীম শাহাবুদ্দীন প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ০২:৫৫ পিএম দেয়ালের ঘড়িটা যে করে টিক টিক, শব্দ দূষণ নয় যেন মানবিক। এই ঘড়ি রাতদিন চলে হরদম, পিছু ফিরে চায় না সে খোদার কসম! ঘড়ির মতন সবে হলে সচেতন, সফলতা করবে যে পদ চুম্বন। Share