Skip to content

মারা গেলেন প্রথম চন্দ্রযাত্রার নভোচারী মাইকেল কলিন্স

মারা গেলেন প্রথম চন্দ্রযাত্রার নভোচারী মাইকেল কলিন্স

প্রথমবার চন্দ্রযাত্রার এপোলো-১১ এর নভোচারী মাইকেল কলিন্স আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।  

 

মারা গেলেন প্রথম চন্দ্রযাত্রার নভোচারী মাইকেল কলিন্স

কলিন্সের পরিবারের  সূত্রে  টুইটারে জানায়, তার শান্তিপূর্ণ মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর।

 

মারা গেলেন প্রথম চন্দ্রযাত্রার নভোচারী মাইকেল কলিন্স

কলিন্সের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নাসা। নাসার প্রশাসক স্টিভ জুরিক এক বিবৃতিতে বলেন, নাসা গভীর শোকের সঙ্গে একজন মহান পাইলট ও নভোচারীর বিদায়ে শোক প্রকাশ করছে। তিনি এমন এক বন্ধু ছিলেন যিনি সবসময় মানুষের অগ্রযাত্রায় উৎসাহ দিতেন। 

 

মারা গেলেন প্রথম চন্দ্রযাত্রার নভোচারী মাইকেল কলিন্স

মাইকেল কলিন্স ১৯৩০ সালে ইতালিতে জন্ম নেন।  কলিন্স যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন  করেন। এরপর বিমানবাহিনীতে যোগ দেন। ১৯৬৩ সালে নাসায় পাইলট হিসেবে যোগদান করেন।

 

মারা গেলেন প্রথম চন্দ্রযাত্রার নভোচারী মাইকেল কলিন্স

উল্লেখ্য, ১৯৬৯ সালে চাঁদের বুকে প্রথম পা রেখেছিল নাসার অ্যাপোলো ১১। মাইকেল কলিন্স ছিলেন সেই চন্দ্রাভিযানের কমান্ড মডিউল পাইলট। অভিযানে নিল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিনের চাঁদের বুকে পা রাখেন। তবে কলিন্স চাঁদে নামেননি।