চাঁদের বুড়ি
ঠাকুরমার কাছে খুব শুনেছি
চাঁদের বুড়ির গল্প,
রাতে বসে চরকা কাটে
খায় সে খুবই অল্প।
চাঁদের বুড়ি দিনে ঘুমায়
রাতে ঘুমায় না,
ডেকে বলে আয়রে তোরা
চরকা দেখে যা।
চাঁদের বুড়ির গল্পের সাথে
আরো কতো মধুর গান,
ঠাকুরমা রোজ বলতো মোদের
চিবিয়ে সুগন্ধি পান।
বলতো হেসে চাঁদের বুড়ির
অত্ত বড় সাহস,
একা জাগে ঐ আকাশে
চরকায় রেখে হাতের পরশ।
চাঁদের বুড়ি নিত্য রাতে
চাঁদেই জেগে থাকে,
জেগে জেগে সব শিশুদের
চাঁদমুখ বুকে আঁকে।