হেমন্তে মনে পড়ে
হেমন্তকাল এলে যখন পাকে আমন ধান,
তোমার জন্য বন্ধু তখন মন করে আনচান।
শিশির কণা ঝরে যখন কোমল দূর্বাঘাসে,
তোমার মুখচ্ছবিই তখন দু'চোখ জুড়ে ভাসে।
গান গেয়ে ধান কাটে যখন কাস্তে হাতে চাষি,
কল্পনাতে দেখি তখন তোমার মিষ্টি হাসি।
গাছে গাছে ফুটে যখন শিউলি বকুল ফুল,
মনের ঘরে উঁকি দিয়ে উড়াও মাথার চুল।
মাঠে মাঠে যখন শীতের রবিশস্য ফলে,
ব্যাকুল হৃদয় তখন কেবল তোমার কথাই বলে।
হিমেল হাওয়া নাড়ায় যখন ধানের লম্বা পাতা,
তখন দেখি কাঁপছে তোমার সমস্ত পা-মাথা।
নবান্ন উৎসবে যখন মাতে গাঁয়ের লোকে,
তোমার কথা ভেবে আমি কাঁদি কষ্টে-শোকে।