Skip to content

লাল সবুজের নিশান

লাল সবুজের নিশান

গর্জে উঠে বীর জনতা
শুনে একটি ভাষণ
সেই ভাষণে উঠে কেঁপে
স্বৈরচারীর আসন।

লাখো মানুষ  দলে দলে
যুদ্ধে গেল নেমে
যুদ্ধ দেখে পাক হায়নাদের
সাহস গেল থেমে।

প্রাণ হারালো কামার, কুমার,
মুটে, মজুর কৃষাণ
নয়টি মাসে আনল কেড়ে
লাল সবুজের নিশান।