লাল সবুজের নিশান
গর্জে উঠে বীর জনতা
শুনে একটি ভাষণ
সেই ভাষণে উঠে কেঁপে
স্বৈরচারীর আসন।
লাখো মানুষ দলে দলে
যুদ্ধে গেল নেমে
যুদ্ধ দেখে পাক হায়নাদের
সাহস গেল থেমে।
প্রাণ হারালো কামার, কুমার,
মুটে, মজুর কৃষাণ
নয়টি মাসে আনল কেড়ে
লাল সবুজের নিশান।