দশ বছরে পা রাখলো ফটোগ্রাফি প্রতিষ্ঠান নিজল ক্রিয়েটিভ
২০১২ সালের ৫ মে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই দেশের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে নিজেদের যায়গা করে নিয়েছে।
১০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার আবু সুফিয়ান নিলাভ তাদের প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকল গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আজ দেখতে দেখতে সেই নিজলক্রিয়েটিভ ৯ বছর অতিক্রম করে ১০ বছরে পা দিল। এই ১০ বছরের চলার পথ কোন ভাবেই এতোটা সহজ ছিলনা। মফঃস্বল থেকে আসা একটা তরুণের চলার পথ কতটা কঠিন হতে পারে সেটা বলে প্রকাশ করার ভাষা আমার নেই। কিন্তু এই কঠিন পথ অতিক্রম করেছি যাদের সহযোগিতায় তাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই স্রধ্যা ও কৃতজ্ঞতা। আরও কৃতজ্ঞতা জানাই এই চলার পথে নিজলক্রিয়েটিভ এর সাথে থাকা সকল সন্মানিত ক্লায়েন্ট, শুভাকাঙ্ক্ষী, ভেন্ডর ও সহযোগী অন্যান্য প্রতিষ্ঠান সমূহকে। ধন্যবাদ জানাই শুরু থেকে আজ পর্যন্ত টিম মেম্বার হিসেবে যারা নিজলক্রিয়েটিভ এর সাথে ছিলেন। তাদের অক্লান্ত পরিশ্রমে আজ নিজলক্রিয়েটিভ এখানে এসেছে। আমার এই সহকর্মীদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।
নিজল ক্রিয়েটিভ থেকে আরো জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত প্রতিষ্টানটি কয়েক শতাধিক কোম্পানীর সাথে কাজ করেছে। যেখানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সদ্য উদ্যোক্তা হওয়ার প্রতিষ্ঠানের সারথি হওয়ার সুযোগ হয়েছে। নিজেদের সেবা সম্পর্কে প্রতিষ্ঠানটির সিওও সাবরিনা পারভীন খান জানান, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের সব ধরনের প্রযুক্তিগত আপডেটেড সব ডিভাইস নিয়ে আমরা কাজ করছি। আমরা বর্তমানে ওয়েডিং ফটোগ্রাফি, কর্পোরেট ফটোগ্রাফি, ইন্ডাস্ট্রিয়াল ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সেবা দিচ্ছি। রাজধানীতে আমাদের নিজস্ব স্টূডিওতে প্রোডাক্ট ফটোগ্রাফি সেবার পাশাপাশি আউটডোর ফটোগ্রাফি সেবাও আছে। এছাড়াও আমরা গ্রাহকদের টিভিসি/ওভিসি প্রোডাকশন নিয়েও কাজ করছি।