ভারত সীমান্তে নজরদারির জন্য ড্রোন মোতায়েন নেপালের
ভারত সীমান্তে নজরদারির জন্য ড্রোন মোতায়েন করবে নেপাল। আজ মঙ্গলবার সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা এই ঘোষণা দিয়েছেন। খবর কোলকাতা২৪x৭-এর।
রাম বাহাদুর থাপা জানান, যেখানে ভারতের চেকপোস্ট রয়েছেন, সেখানে সেনা মোতায়েন রয়েছে। নেপালের অবস্থা শোচনীয়। নেপালের সেনার দুটি চেকপোস্টের মধ্যে দূরত্ব ২৫ কিলোমিটার। তাই ড্রোন দিয়ে নজরদারির কথা ভাবা হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮২ দফা কর্মসূচি ঘোষণা করেন রাম বাহাদুর। এই প্রবীণ মাওবাদি নেতা সাংবাদিকদের বলেন, ড্রোন ব্যবহারের জন্য নতুন গাইডলাইন জারি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেপাল-ভারত সীমান্তে টহলের জন্য ড্রোন মোতায়েন করা জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, চেকপোস্টের দূরত্ব সমস্যা মেটানোর জন্য পর্যাপ্ত জনবল নেই নেপালের। তাই ড্রোন ব্যবহার করবো।
প্রসঙ্গত, নেপাল ও ভারতের মধ্যে ১৭ হাজার কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে।