পেটুক মশাই
অনিক বাবুর ইচ্ছে জাগে
ঘুরবে বাংলাদেশ,
মজার মজার খানা খেয়ে
ভুঁড়ি গড়বে বেশ।
ঢাকায় গেলে কাচ্চি খাবে
খাবে বাখরখানি,
বরগুনাতে মুইট্টা খাবে
ভাবটা খানদানি।
রাজশাহীর আম খাবে
বগুড়ার খাবে দই,
দিনাজপুরের চিড়া খাবে
যশোরের খাবে খই।
নাটোরের কাঁচাগোল্লা
খুলনার চিংড়ি,
জামালপুরের ছানার পোলাও
পাবনায় খাবে ঘি।
ময়মনসিংহের মণ্ডা খাবে
সিলেটের চা চাই
কুষ্টিয়ার তিলের খাজা
মেলা ভারি দায়।
শেরপুরে ছানার পায়েস
চট্টগ্রামে মেজবান,
নারায়ণগঞ্জের রসমালাই
হাঁড়ি ভরে চান।
সাতক্ষীরার সন্দেশ খাবে
টাঙ্গাইলের চমচম
খুলনায় গেলে চুইঝাল
ঝালকাঠিতে গম।
চাঁদপুরেতে ইলিশ খাবে
খাবে চেটেপুটে,
নেত্রকোনার বালিশ মিষ্টি
ভাগ্যে যদি জুটে।