বেলা অবেলায়
কেনো কী জানি !
এই যে তুমি, আঁচল ছেড়ে বসো
তার মধ্যেও, আছে লাবণ্যতা
এই যে তুমি, খিলখিলিয়ে হাসো
লুকিয়ে আছে, অনাবিল মুগ্ধতা
চক্ষু পলক , ইশারাতে বাঁধন খুলে দাও
কদমছাঁট বুকে বুক, মিলনেই শুধু প্রেম ?
বন্ধ রেখে হৃদয়-দুয়ার
বুকে , যায় না চুমু খাওয়া
তোমার বুকে কল-কব্জায় ,অকাল বসন্ত
শরতের শিউলি গুলো, আমার বুকে
শুধুই ঝরে যায়
কেনো কি জানি!
ইছামতীর ব্রিজের তলায়, দাঁড়িয়ে কেনো থাকি ?
বসিরহাট দিয়ে পা বাড়ালেই, দু 'কদম
কাঁটাতারের বেড়া, দিনে রাতে, রক্ত ক্ষরণ হয়
আমি কি আজও বেঁচে আছি, নিগুঢ় ব্যর্থতায়।
ওগো রাই, কদমগাছের ডাল পালাতে
রক্ত চুঁইয়ে পড়ে
মান-অভিমান সাদা চিঠি, পাঠাচ্ছি ইমেলে
হাতে পেলে খবর দিও, আমার বক্স-নম্বর নাই
কেনো কী জানি!
এই যে আমি, আজও বেঁচে আছি
কেয়ার অফ, তোমার ঠিকানায়।