সময়
এখন মূলত আমার যাওয়ার সময়
এখন পিছন ফিরে তাকালেও শুধু
যাওয়া টাকেই দেখতে পাই
সব দিকে খুলে গেছে অনন্ত যাত্রার পথ
যদি বলো মৃত্যু, সেওতো জন্মের পথ খুলে
অন্য এক দিগন্ত
চারদিকে আমার ছড়ানো আকাশ
বুকের ভেতর আগুন, জলের তরঙ্গে খেলছে
বাতাসে রয়েছে শুধু সামান্য সময়
পৃথিবীর মাটি শরীর থেকে ঝরে ঝরে পড়ছে।