Skip to content

২২শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদের দেশে দাদুর বাড়ি

ছোট্ট খোকা দিলো আড়ি
চাঁদের দেশে দাদুর বাড়ি
চাঁদের দেশে যাবে
তার দাদুকে পাবে
কে বুঝাবে খোকা টাকে
চাঁদের দেশে তিথি থাকে।

তিথির দাদু কুটনি বুড়ি
চাঁদনি রাতে উড়ায় ঘুড়ি
পাকায় বুড়ি কুণ্ডু
খায় যে ধরে মুণ্ডু
ছোট্ট খোকা নয় তো বোকা
চাঁদের দেশে যায় না খোকা।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ