খোকার আঁকা ছবি

ড্রয়িং-খাতা, কলম নিয়ে হাতে
রঙ-পেন্সিল, তুলি ও বই সাথে
ছোট্ট খোকা আঁকতে বসে ছবি,
বাড়ি আঁকে গাড়ি আঁকে কত
নীল আকাশে মেঘও আঁকে শত
আরও আঁকে হাস্যোজ্জ্বল রবি।
গরু আঁকে ছাগল আঁকে মাঠে
কলসি কাঁখে বধূ আঁকে ঘাটে
আরও আঁকে শাপলাফোটা বিল,
নদী আঁকে নৌকা আঁকে জলে
বৃক্ষ আঁকে ভরা ফুলে-ফলে
আরও আঁকে উড়ন্ত গাঙচিল।
ড্রয়িং-খাতায় সোনার বাংলা হাসে
খোকার ছবি সবাই ভালোবাসে।