পরজীবী
পরজীবী স্বর্ণ লতিকার নিখুঁত বুনন,
আশ্রয়দাতার নাভিশ্বাস-
আলো বাতাসে নাচে আশ্রিতের মন।
ভুলে যদি কিঞ্চিৎ মাটি স্পর্শ করে
শেকড় আসে না স্বভাবে-
হয়তো পচে দুর্গন্ধ ছড়ায় পরিবেশে।
নির্লজ্জ ভরসায় মূল গাছের সর্বনাশ
রক্ত চুষে নেয় নির্বিঘ্নে-
যতক্ষণ আছে তার শেষ নিঃশ্বাস।