প্রেম কতটা ভালোবাসা, কতটা ফাঁদ
প্রেম স্বর্গীয়। ঈশ্বরপ্রেম, মানবপ্রেম সব প্রেমই সুন্দর। প্রেমের অনবদ্য উদাহরণ শাহজাহান, যিনি তাজমহল গড়েছেন তার প্রেয়সীর জন্য। রজকিনীর জন্য চণ্ডীদাস বড়শি বাইলেন ১২ বছর। ইউসুফ-জুলেখা, রাধা-কৃষ্ণ, লাইলি-মজনুর অমর প্রেমগাথা আবালবৃদ্ধবণিতা সবাই জানে। প্রেম নিয়ে রচিত হয়েছে অনেক কবিতা,গান, উপন্যাস। আপাতদৃষ্টিতে তাই প্রেম ভালোবাসা এক বিস্ময়।
কিন্তু, প্রেম-ভালোবাসা কি সবসময় সুখকর অনুভূতি দেয়? সবসময় কি প্রেমের পরিণতি ভালোতেই বর্তায়? প্রেমের জন্য প্রাণ দেওয়ার গল্পকাহিনি বাস্তবতা থেকেই জায়গা করে নিয়েছে সাহিত্যের পাতায়। বর্তমানের গল্প যেন পুরোই উল্টো।
প্রেমের ফাঁদ পেতে প্রেমিকার গলায় ফাঁস পরানোই যেন প্রেমিকের মূল লক্ষ্য। তথাকথিত প্রেমিকদের পকেটে থাকা মারণাস্ত্র ‘মোবাইলফোন’ কেবল নারীর দিকেই তাক করা থাকে। নারীর প্রতি বিদ্বেষ, বিকৃত কামজ বাসনা, সর্বোপরি সমাজলালিত পুরুষতন্ত্রের ভ্রান্ত ধারণায় সত্যিকার অর্থেই প্রযুক্তির এ আশীর্বাদ যেন নারীর জন্য আজ অভিশাপে পরিণত।
প্রেমের ফাঁদ পেতে প্রেমিকাকে কাছে টেনে একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করতে পারলেই হলো। এরপর শুরু হয় ব্ল্যাকমেইল। ছবি বা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হাতিয়ে নেয় টাকা। অনেক ভুক্তভোগী নারী মান-সম্মান হারিয়ে নিজেই নিজের প্রাণ নেয়। যাকে আমরা নাম দেই ‘আত্মহত্যা’। ভুক্তভোগীর পরিবারের জীবন হয়ে ওঠে নরক সমান।
প্রেমে পড়লি তো মেয়ে তুই মরলি! প্রেমে না পড়লেও তোর বাঁচার উপায় নেই। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে এসিড ছোড়ার ঘটনা তো কম নয়। প্রেমের প্রস্তাবে রাজি না হলে প্রাণও যায় অনেক মেয়ের। এক্ষেত্রে প্রেমকে কতটা স্বর্গীয় বলা যায়?
বর্তমানে ঘরের বাইরেও নারীদের বিচরণ। রাস্তায়, গণপরিবহনে, অফিসে সব জায়গায় নারী এখন নির্যাতনের শিকার। বিদ্যালয়-পড়ুয়া মেয়েটি অতীষ্ঠ পাড়ার বখাটে ছেলের ছুড়ে দেওয়া কুরুচিপূর্ণ মন্তব্যে। রোজ সকালে ঘরের কাজ সেরে অফিসে যাওয়া মেয়েটির গায়ে হাত দিয়ে যায় বাসে দাঁড়িয়ে থাকা অন্য পুরুষ। মেসেঞ্জারে বাজে টেক্সটের জ্বালাতন। প্রেমের ফাঁদে পা দিয়ে নিজের সর্বস্ব হারানো মেয়েটি দুনিয়ার নরক ভোগ করার চেয়ে পরকালের নরকই বেছে নেয়। প্রেমের নাটক করে দিনের পর দিন ধর্ষণ করে প্রেমিকাকে। বন্ধুদের দিয়ে সেই মুহূর্তের গোপন ভিডিও করে। নিরুপায় মেয়েটি নিজের জীবন কেড়ে নেওয়াকেই সহজ সমাধান ভাবে।
যেই সময়ে জীবন উপভোগের, বিস্ময়ের-মোহের-বোধের, ভালবাসার, ভবিষ্যতের সুখস্বপ্নে মগ্ন হওয়ার, তখন পুরুষনিয়ন্ত্রিত কদর্যতা মুছে দিচ্ছে কত শত মেয়ের জীবনের রঙ, রূপ। কিভাবে বাঁচবে ওরা?