হোঁচট খাওয়া দ্বীন মোহাম্মাদ দুখু প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ এএম হোঁচট খাওয়া মানে রে ভাই নয় তো পরাজয় হোঁচট খেলে সাহস জাগে যায় কেটে যায় ভয়। দুর্গম পথে হোঁচট খেলে কিসের এতো লাজ? হোঁচট খাওয়া মানুষগুলোর মাথায় জয়ের তাজ। হোঁচট খেলে দুখের গানে যায় পাওয়া যায় সুখ হোঁচট খাওয়া মানুষগুলোর আলোকিত মুখ। Share