Skip to content

হোঁচট খাওয়া

হোঁচট খাওয়া

হোঁচট খাওয়া মানে রে ভাই
নয় তো পরাজয়
হোঁচট খেলে সাহস জাগে
যায় কেটে যায় ভয়।

 

দুর্গম পথে হোঁচট খেলে
কিসের এতো লাজ?
হোঁচট খাওয়া মানুষগুলোর
মাথায় জয়ের তাজ।

 

হোঁচট খেলে দুখের গানে
যায় পাওয়া যায় সুখ
হোঁচট খাওয়া মানুষগুলোর
আলোকিত মুখ।