Skip to content

১লা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শেক্সপিয়ারের গল্পে মিথিলার টলিউডে অভিষেক!

বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। এই তো বেশ কিছুদিন হল বড় পর্দায় নাম লিখিয়েছেন। 'অমানুষ' সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষিক্ত হন জনপ্রিয় এই অভিনেত্রী। এবার ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রি টলিউডে অভিনয় করবেন তিনি। 

 

শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে নির্মিতব্য রাজর্ষির এ ছবিটির নাম "মায়া"। এ ছবির কাজ সম্প্রতি শুরু হয়ে গিয়েছে। এ ছবির প্রধান চরিত্র 'মায়া'। এই 'মায়া' চরিত্রেই অভিনয় করছেন বাংলাদেশের মিথিলা। মিথিলা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কণিকা ব্যানার্জী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। 

 

এ সিনেমাটিতে নির্মাতা ম্যাকবেথের নারীবাদী রূপান্তর ঘটিয়েছে। সিনেমাটিতে দেখানো হয়েছে মায়ার তিন সময়ের জীবনগল্প। এখানে উঠে এসেছে নারীর ক্ষমতায়নের অন্য এক দৃশ্যায়ন। ছবিটির ফার্স্ট লুক আসবে আগস্টের প্রথম সপ্তাহে। 

 

একসময় গুঞ্জন উঠেছিল মিথিলা স্বামী নির্মাতা সৃজিত মুখার্জির হাত ধরেই টলিউডে পা রাখবেন। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে কলকাতার পরিচালক রাজর্ষি দের পরিচালনায় টলিউডে অভিষিক্ত হতে যাচ্ছেন মিথিলা। 

 

মিথিলার আগেও বাংলাদেশের জনপ্রিয় অনেক অভিনেতা-অভিনেত্রীরা টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সে ধারাবাহিকতা মিথিলা কতটা ধরে রাখতে পারবেন এবার তা দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন দর্শকরা। 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ