সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানে অপরাজিতার ‘উপলব্ধি’
সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে ‘উপলব্ধি’ নামে একটি ওভিসি নির্মাণ করছেন চলচ্চিত্র পরিচালক অপরাজিতা সংগীতা। যেখানে মুখ্য বিষয় একে অপরের ধর্মকে সম্মান প্রদর্শন করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।
লন্ডন ভিত্তিক মানবতাবাদী সংগঠন বি হিউম্যাইন ফার্স্টের প্রযোজনায় নির্মিত ওভিসিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ ও নাফিস আহমেদ। এছাড়া শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরী, মুনমুন রিফাত ও আনন্দ কুটুমের অভিনয়ে অভিষেক হয়েছে এই ওভিসির মাধ্যমে।
'উপলব্ধি' র নির্মাণ প্রসঙ্গে এর নির্মাতা অপরাজিতা সংগীতা বলেন, সম্প্রতি বগুড়ার একটি রেস্টুরেন্টে হিন্দু তরুণীকে চিংড়ি মাছের সাথে গরুর মাংস মিশিয়ে পরিবেশন করার ঘটনার পরিপ্রেক্ষিতে এই ওভিসি নির্মাণ করা হচ্ছে। ওভিসিতে একে অন্যের ধর্মকে সম্মান প্রদর্শন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
আসন্ন কোরবানির ঈদে বগুড়ার ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা থেকে ঈদের পূর্বেই ওভিসিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করা হবে বলে তিনি জানান।