মুলতানি মাটি: ত্বকের যত্নে অনন্য
সুন্দর ত্বক সবারই কাম্য। কিন্তু ব্যস্তময় জীবনে ত্বকের যত্ন নেবার সময় খুব কমই হয়ে উঠে। আর তাই স্বল্প সময়ের ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি। প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কার রাখতে এবং তৈলাক্ত ভাব দূর করতে মুলতানি মাটির ব্যবহার খুবই কার্যকর।
ব্রণের সমস্যা সমাধানে- ব্রণের সমস্যা সমাধানে মুলতানি মাটি ভীষণ উপকারী। মুলতানি মাটির প্যাক তৈরির ক্ষেত্রে তাতে সামান্য হলুদ, দুধ আর মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাবেন।
প্রাকৃতিক স্ক্রাবার – মুলতানি মাটি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে। সামান্য মধু ও আমন্ড গুঁড়োর সঙ্গে মুলতানি মাটি মিশিয়েও ব্যবহার করা যায়। এতে ত্বক থেকে জমে থাকা মরা চামড়া ও ব্ল্যাকহেডস সহজেই দূর হবে। ত্বক হবে সুন্দর ও উজ্জ্বল।
তৈলাক্ততা কমায় – মুলতানি মাটি ত্বকের তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করে। এর সঙ্গে দই বা গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।
ত্বকের পোড়া ভাব কমায়- মুলতানি মাটি রোদে পুড়ে যাওয়া ত্বকের পোড়াভাব কমায়৷ এজন্য মুলতানি মাটির সঙ্গে লেবু বা টমেটোর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্যবহারে ত্বক হবে মসৃণ ও সুন্দর।