কাপড়ের দাগ তুলুন সহজে
সাবধানে থাকার পরও প্রিয় জামাটিতে কোনভাবে একটা রঙ বা দাগ লেগে গেছে৷ এমন পরিস্থিতিতে মন খারাপ তো হবেই। তবে মন খারাপ না করে কিছু টিপস মাথায় রাখুন যা কাপড়ের রঙ বা দাগ তুলতে সাহায্য করে। আর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে চটজলদি যেকোন টিপস প্রয়োগ করে তুলে নিন কাপড়ের দাগ। চলুন তবে জেনে নি টিপস গুলো।
সাদা কাপড়ে দাগ তা তোলা অনেকটা সহজ৷ লিকুইড ব্লিচ ব্যবহার করে ধুয়ে ফেললেই দাগ উঠে যাবে। তবে রঙিন কাপড়ের ক্ষেত্রে কালার সেফ ব্লিচ ব্যবহার করতে হবে।
কাপড়ে চা কফির দাগ পড়া একটা নিত্য ঘটনা। প্রতিদিন কয়েকবার চা কফি খাওয়ার অভ্যাস অনেকের আছে। তাই যেকোনো সময় বেখেয়ালে কাপড়ে পড়ে যেতে পারে।তখন তুলার মধ্যে ভিনেগার বা খাবার সোডা নিয়ে দাগে কিছুক্ষণ ঘষুন। দাগ হয়ে যাবে হাওয়া।
আবার কাপড়ে খাওয়ার সময় তরকারির ঝোল পড়ে দাগ হতে পারে। তখন ভিনেগার দিয়ে মিনিট দশেক রেখে দিন। তারপর সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।
অনেক সময়ই কাপড় ধুতে গিয়ে এক কাপড়ের রঙ অন্য কাপড়ে লেগে যায়। এক্ষেত্রে কাপড়টিকে আলাদা করে ৪-৫ ঘণ্টা পানিয়ে ভিজিয়ে রাখুন। দাগ হালকা হয়ে এলে সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। সুতি কাপড়ের ক্ষেত্রে কাপড় কাঁচার সোডা বা ক্লোরিন ব্যবহার করতে পারেন।
মনে রাখবেন দাগ লাগা কাপড় কখনো গরম পানিতে ভিজিয়ে রাখবেন না। এতে দাগ আরো ভালোভাবে বসে যায়। ঠাণ্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলার চেষ্টা করবেন।