‘রোজিনাকে স্বাধীনতা পদক দেয়া উচিত’
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার নয় বরং স্বাধীনতা পদক দেয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী । আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত এক মানব বন্ধনে এ কথা বলেন তিনি।
১৮ মে মঙ্গলবার প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে নির্মম নির্যাতন ও পরে গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে এক মানব-বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে প্রতিবাদী বক্তৃতা দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জাফরুল্লাহ চৌধুরী তার বক্তৃতায় বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলাম যেভাবে স্বাস্থ্য খাতের দুর্নীতি তুলে ধরেছেন, সেজন্য তাকে গ্রেফতার না করে বরং স্বাধীনতা পদক দেয়া উচিত। আমরা রোজিনা ইসলামের দ্রুত মুক্তি চাই।’
মানববন্ধনে উপস্তিত থেকে অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা প্রদান করেন ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র, যুব, শ্রমিক পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ আরো অনেকে।