ফের তিন দিনের রিমান্ডে মামুনুল হক
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে আবারও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ মে) বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের আদালতে রিমান্ড আবেদন করা হলে আদালত মামুনুল হকের বিরুদ্ধে নাশকতার মামলায় ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতের ডাকে হরতালে একটি নাশকতার ঘটনা ঘটেছে। আর এই নাশকতার জন্য একটি মামলা করা হয়েছে। এই নাশকতার মামলায় পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামুনুল হকের বিরুদ্ধে আরো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান ,নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। এসময় আদালতে মামুনুল হককে ভার্চুয়ালি উপস্থিত করা হয়।
প্রসঙ্গত, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে এর আগে নারী কেলেঙ্কারিতে সোনারগাঁও থানায় ধর্ষণ ও সহিংসতার তিনটি মামলা হয়েছিল। পরে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আরও দুইটি মামলাসহ এখন পর্যন্ত পাঁচটি মামলায় ৩ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।