Skip to content

৭ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ সময় পেরিয়ে এক ফ্রেমে অপূর্ব- তিশা 

দীর্ঘ ১৩ বছর পর এক ফ্রেমে ছোটপর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। এক সময়ের সেরা জুটি হিসেবে এই দুই তারকা অসংখ্য নাটকে অভিনয় করেছেন। শেষ প্রান্তে’, ‘মন বিহঙ্গম’, ‘বন্ধুত্ব ভালোবাসা’, ‘কারে ভালোবাসো তুমি’, ‘জিরো’, ‘ভালোবাসি ভালোবাসি’, ‘প্রোডাকশন নং ৮’, ‘স্বস্তিকা কি যে অস্বস্তি’ সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু ২০০৮ সালের পর এদের আর এক ফ্রেমে দেখা যায়নি। কাজ করেননি এক অপরের সাথে।  

 

দীর্ঘ সময় পেরিয়ে এক ফ্রেমে অপূর্ব- তিশা 

 

সুদীর্ঘ সময় পরে এবারের ঈদ উপলক্ষে নির্মিত নাটকে জুটি বেঁধেছেন আবার। নির্মাতা মহিদুল মহিমের পরিচালনায় নির্মিত 'রক রবীন্দ্র' নামে একটি নাটকে কাজ করছেন অপূর্ব- তিশা। যেখানে দুজনকে  দেখা যাবে দুই মেরুর মানুষ হিসেবে।

 

দীর্ঘ সময় পেরিয়ে এক ফ্রেমে অপূর্ব- তিশা 

 

এছাড়াও একসময়ের এই জনপ্রিয় জুটিকে নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় 'সে বউয়ের কথায় চলে' নামে আরো একটি নাটকেও দেখা যাবে এই ঈদে। নাটকটির শুটিং শুরু হয়েছে গতকাল থেকে। 

 

দীর্ঘ সময় পেরিয়ে এক ফ্রেমে অপূর্ব- তিশা 

 

এত বছর বাদে এই জুটিকে একসাথে দেখার রেশ দর্শক মহলে কতটা ছড়িয়ে থাকে সেটাই এখন দেখার বিষয়। হারিয়ে যাওয়া এই জুটিকে দর্শক পুনরায় ফিরে পেয়ে আনন্দের সাথেই গ্রহণ করবেন বলে প্রত্যাশা।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ