নদী কথা বলে
ইলিশ মাছের মধ্যে আছে, পদ্মা নদীর স্বাদ
মেঘবরণ জলস্রোতে, মেঘনার-ই আহ্লাদ
তিস্তা এবং তোর্সা যেন, দুইটি প্রিয় বোন
ময়ূরাক্ষীর ময়ূর আঁখি, নয়ন-অঞ্জন
বুড়িগঙ্গার বুকের ভিতর, চাঁদের বুড়ি জেগে
কর্ণফুলী জেগে থাকে, প্রেমের রক্তরাগে
ধলেশ্বরীর ইস্টিমারে, জাগে বাংলার প্রাণ
যমুনার বুকের ভিতর, সুরমার পরান
গাঙুরের জলে ভাসে, বেহুলা লখাই
শিলাইদহে সোনার তরী, কবি ভেসে যায়
কপোতাক্ষের মধুকবি, জয় করে মহাকাল
মহাকাব্যে মহাবিশ্ব, এক রাত্রি, এক সকাল
এক গঙ্গার দুইটি ধারা, দুইটি দেশে সুর
একই স্বরে কথা বলে, এক সন্ধে, এক দুপুর
পদ্মা এবং ভাগিরথী, বঙ্গোপসাগরে
বাংলা মায়ের হৃদয় মেশে, বিশ্ব প্রাণের ঘরে
মায়ে পোয়ে রক্ত শিরা, ভাগ কি করা যায় ?
একই স্রোতের ধারা আমরা, মিলবো বাংলায়
নদীর জল মিলেমিশে, হাতের ওপর হাত
বিশ্ব ভরা বাঙালি , ভোরে ফুল ফোটাক!