মগ্নচৈতন্যে লিখা নাম
মগ্নচৈতন্যে লিখা নাম বঙ্গবন্ধু,
অতলান্ত বেদনায় প্রস্ফুটিত শতদল শেখ মুজিব,
অশ্রু সরোবরে বয়ে যাওয়া আর্ত রোদন শেখ মুজিব,
যতদূর স্পন্দিত সোনালী শস্যের কলাপ,
ততদূর মুজিবের স্বপ্নময় জাগরণ।
নীলাকাশ নুয়ে এসে ছুঁয়ে দেখে,
নদীর অতলে আজো কে আছে জেগে? কার দুটি চোখ,
অবিকল ধরে আছে আমাদের মিলিত স্বপন।
শিশিরে শিশিরে উদ্ভাসিত আলোয়
সেই চোখের চিরস্নিগ্ধ অনন্ত বিস্তার!
বাংলার অবিনাশী সবুজ প্রান্তরে
মুজিব রেখেছে বুক!
বুকজুড়ে মানুষের কলরব – বুকজুড়ে
প্রবুদ্ধ মিছিল – অক্ষয় প্রতিজ্ঞা ঋদ্ধ
সাহসী হুঙ্কার, বুকে বুকে প্রতিধ্বনি!
গোপন ক্রন্দন যত সাহসী শ্লোগান আজ –
বেহুলা বাঙলা আজ যুদ্ধে যাবে – হাজার কালবেলা শেষে,
বাঙলার রক্তাক্ত গোধূলী বেলায় আজ মুজিব এসেছে!
জয়মাল্য বুকে নিয়ে আমাদের দিনরাত্রি যখন বিভোর আনন্দে,
তখনই বিনা মেঘে বজ্রের আঘাত!
তখনই হত্যার কালোছায়া তখনই
পাতকের পদপাত!
তখনো মুজিব,
তখনো তোমার অমৃত প্রেরণা, আমাদের মৃতপ্রাণে জাগবার স্পন্দন!