Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ভাইরাসের কারণে এবার অনলাইনে হবে বইমেলা

উন্মুক্ত প্রাঙ্গণের পরিবর্তে এবার ২০২১ সালের একুশে বই মেলা আয়োজিত হতে যাচ্ছে অনলাইনে। দেশে করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবের কারণে বইমেলা অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানান, এই সিদ্ধান্ত বাংলা একাডেমির – তবে তা চূড়ান্ত অনুমোদনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

 

তিনি বলছেন, অনলাইনে এই মেলা কীভাবে আয়োজন করা যায় সেটা নিয়ে তারা এখন পরিকল্পনা করছেন।

 

সিরাজী আরো বলেন, পৃথিবীর অন্য অনেক দেশের মতই বাংলাদেশেও শীতের সময় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে এবং বই মেলাতে যেহেতু বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় – তাই সংক্রমণ যেন আরো বেশি ছড়িয়ে না পড়ে সেই বিবেচনা থেকেই অনলাইনে বইমেলা করার পরিকল্পনা করছেন তারা।

 

তবে তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হবার পর আগামী বছরেই কোন এক সুবিধাজনক সময়ে প্রাঙ্গণে বই মেলা আয়োজনের চিন্তা তাদের আছে।
প্রতি বছর পয়লা ফেব্রুয়ারি থেকে এক মাস ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ জুড়ে এই মেলা হয়ে থাকে। মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ