Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুলে ভরা অঙ্ক

সভ্যতার বিষ-বাষ্পে বোধিবৃক্ষে পাতা ঝরে ক্রমে
অট্টালিকা শুয়ে থাকে, আকাশে নীল চাদর গায়ে
ঘুম নেই ক্ষুধা চোখে -তৃষ্ণা বাড়ায় জোছনা আলো
জীবন চুল্লীতে সিদ্ধ -শান্তি, হৃদহাড়ি ভরে দুখ-অন্নে।

তবুও ছুটছি- নিরন্তন, দিনান্তিক নিশ্চয়তা খুঁজে
পাহাড়ে, সমুদ্রে আর আকাশের তারায় তারায়
মায়াহীন, ছায়াহীন-ছাদহীন পৃথিবী পুড়ে রোদ্দুরে
পাঠশালায় খাতা ভরে- ভুল জীবনের অঙ্ক কষে।

শাণিত মস্তিষ্ক খুঁজে সরল অঙ্কের সমাধান
দেখতে সরল কিন্তু যোগ-বিয়োগে, গুণন-ভাগে
বিপরীত দুইটি চলকে চলে সব হিসেব-নিকেশ
দিনশেষ সব অঙ্কে যার সমাধান আসে “শূন্য”।

যারা ঋতুচক্র বুঝে হেঁটে হেঁটে চলে তার পথে
জীবনের মানচিত্র তাকে দেখায় সঠিক পথ।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ