Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়বেলা 

তবে কি তুমি চলেই যাবে? তবে তাই যাও,
কেন তুমি বারেবারে পেছন ফিরে চাও?
তবে কি কিছু ফেলে গেলে, নতুন কোনো ভুলে,
খুব যতনের পোষা ব্যথায় বুকটা তোমার দুলে?
যতই তুমি কায়দা করে চোখের জলটা ঢাকো
মায়ায় বাঁধা দিনগুলো কি বলে ক’দিন থাকো?

তুমি কি তবে চলেই যাবে? তবে তুমি যাও।
যেতে যেতে কেন তুমি পেছন ফিরে চাও?
তবে কি তুমি রাখবে আমার, আমার চোখে চোখ
আগুন ঠোঁটে হাসবে তুমি, ভুলে ফাগুন শোক
অভিমানের বরফ পাহাড় গলে, হয় যদি নদী
ফিরে দ্যাখো প্রতীক্ষার গাছ, আমি নিরবধি।

সত্যিই কি চলে যাবে? আচ্ছা, তাই যাও।
এবার তুমি পেছন ফিরে আর কেন না চাও?
তবে কি তুমি হারাওনি কিছু, যাওনি ফেলে মায়া
তবুও আমি তাকিয়ে আছি, বুকে তোমার ছায়া!
তবে আমি কাঁদছি কেন, ডাকছি গোপন হাতে
পথে আজও তোমায় খুঁজি, নিশুতি এই রাতে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ